ছাতকে সন্ত্রাসী মামলার  পলাতক আসামী রুহুল করিমকে রবিবার বিকেলে গ্রেফতার করেছে ছাতক থানার পুলিশ। সন্ত্রাসী রুহুল করিম ছাতকের পালপুর তালুকদার বাড়িতে অনুষ্ঠিত সন্ত্রাসী হামলার অন্যতম আসামী ছিল বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, কানা জালুর পুত্র এই রুহুল করিম শিবলু ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমুলক পোস্ট দিয়ে পালপুর তালুকদার বাড়িতে হামলার ক্ষেত্র তৈরী করে। সংঘটিত হামলার সে একজন অন্যতম হোতা।

উল্লেখ্য গত ১৯ ও২৬ ডিসেম্বর স্থানীয় বখাটে সি,এন,জি চোর, সরকারি গাছকাটা ও ভুমিখেকো গোষ্ঠির দলনেতা এই রুহুল করিম। তার বাহিনীর হামলায় পালপুর তালুকদার বাড়ির সর্বজনপ্রিয় তাহিদ তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, শাহ আলম শামসুল আলম সহ অনেকে আহত হন। কুখ্যাত সন্ত্রাসী, মদ ও মাদকাসক্ত শিবলু এই হামলার নেতৃত্ব ও মূলহোতার ভুমিকা পালন করে। সে বসতবাড়িতে থাকা প্রতিপক্ষের  মানুষদের উপর এমনকি নারী সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড বন্ধুকের গুলি ছুঁড়ে । সন্ত্রাসী শিবলুর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন পালপুরের গ্রামবাসী সহ সন্নিহিত এলাকার সাধারণ মানুষজন। পালপুর ফুলকলি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সন্ত্রাসী রুহুল করিম শিবলু সহ তার সন্ত্রাসীবাহীনির সকলকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবী জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn