ছাতক-দোয়ারাবাসী হাজার কোটি টাকার উন্নয়ন ভোগ করছেন: এমপি মানিক
ছাতকের চরমহল্লা ইউপির ৬নং ওয়ার্ড জালালীচর গ্রামবাসীর উদ্যোগে এক সংবর্ধনা সভায় পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাতক-দোয়ারাবাজারের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন ছাতক-দোয়ারাবাসী এখন হাজার কোটি টাকার সার্বিক উন্নয়ন ভোগ করতে পারছেন। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। সরকার ২০২১ সালের মধ্যে এদেশকে বিশ্বের সমৃদ্ধশালী একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। চরমহল্লা ইউপি আ’লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওমর মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে এমপি আরও বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এদেশের কৃষক ও মেহনতী মানুষের জন্য কাজ করে। বিগত ৪দলীয় জোট সরকারের আমলে মন্ত্রী-এমপিদের বক্তৃতায় এ দেশ ভাসছিল উন্নয়নের জোয়ারে। বাস্তবে তাদের উন্নয়ন ছিল শুধু নাম ফলকের মধ্যে লুকায়িত। দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন তৃণমুল পর্যায়ের মানুষ এখন ভোগ করতে পারছে। তিনি বলেন শিক্ষা বান্ধব সরকার শিক্ষার আলো সর্বস্তরে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকালে জালালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন মিয়া‚ সিলেট মহানগর আ’লীগের সদস্য আব্দুস সোবাহান‚ ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন‚ চরমহল্লা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া‚ জাউয়া বাজার ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন‚ দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির‚ চরমহল্লা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক‚ চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত‚ প্যানেল চেয়ারম্যান আলী আহমদ‚ গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল হক‚ ইউপি আ’লীগের সহ-সভাপতি আহবাব মিয়া‚ ৫নং ওয়ার্ড সভাপতি হারিছ আলী‚ গিয়াস উদ্দিন।
উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ‚ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান টুনু‚ যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল‚ আব্দুল আলিম‚ সাংগঠনিক সম্পাদক রাসেল হোসাইন‚ গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা শিপলু আহমদ‚ মাহবুব আলম প্রমুখ। সংবর্ধনা সভায় চরমহল্লা ইউনিয়নের সিদ্বারচর‚ চানপুর‚ আশারকাছর‚ চরভাড়ুকা‚ টেটিয়াচর হাতধনালী গ্রামবাসী পৃথক পৃথক মিছিল নিয়ে যোগ দেন।