ছাতক-দোয়ারার কিছু খবর পাঠিয়েছেন হেলাল আহমদ
ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ
ছাতকে ৭শ’ ২৫টি হতদরিদ্র পরিবারে ভিজিএফ’র ৩০কেজি করে চাল নগদ ৫শ’টাকা করে বিতরণ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর)) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে এসব মালামাল বিতরণ করা হয়। গত সেপ্টেম্বর মাসের এসব মালামাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার ফয়জুর রশীদ, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, রাজন তালুকদার, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমুদ আলী, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ, নিজাম উদ্দিন, ইউপি সদস্যা শোভা রাণী দাস, রেহেনা বেগম, সাদিকা বেগম, ইউপি সচিব অধির রঞ্জন দাস, ইউপি উদ্যোক্তা সুজেল মিয়া প্রমুখ।
দোয়ারা সীমান্তে এক রোহিঙ্গা যুবক আটক
দোয়ারবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী সোনালী চেলা থেকে সাইফুল ইসলাম (২৮) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত সাইফুল মায়ানমারের আরকান জেলার ইনকাঘুয়া থানার হাতিয়া গ্রামের সাহেব আলীর পুত্র। শনিবার (৭ অক্টেবর) সন্ধ্যায় বিজিবির সোনালী চেলা ক্যাম্পের একটি টহল দল সোনালী চেলা নদীর খেয়াঘাট থেকে সাইফুলকে আটক করে। পরে তাকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, সাইফুল প্রায় ১০দিন পূর্বে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এখানে এসেছে।
রোহিঙ্গাদের ১৪টি বসতঘর নির্মাণ
ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের জন্যে উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে স্যানিটেশনসহ ১৪টি বসত ঘর নির্মাণ, মাদুর বিতরণ ও থাইংখালি ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার বাংলাদেশ প্রতিনিধি আবুল মনসুর চৌধুরী কানন, ছাত্রনেতা রফিকুল ইসলাম প্রমুখ। গত ৫অক্টোবর এসব মালামাল বিতরণ করা হয়।
রোহিঙ্গাদের রুহুল আমিন ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান
ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে রোহিঙ্গাদের নগদ অর্থ ও ত্রান বিতরণ করা হয়েছে। দক্ষিণ খুরমা ইউপির জাতুয়া নিবাসি যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডন মহানগর জাপার ভাইস প্রেসিডেন্ট, লন্ডনস্থ সুনামগঞ্জ এসোসিয়েশন, লন্ডনস্থ ছাতক সমিতির ভাইস প্রেসিডেন্ট ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের উদ্যোগে রোহিঙ্গা শরনার্থী শিবিরে নগদ অর্থ ও ত্রান বিতরন করা হয়েছে। ৫অক্টোবর টেকনাফের মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের ১শ’ ২০টি তাবুতে নগদ টাকাসহ খাবার বিতরণ করা হয়। রুহুল আমিন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, মুহাম্মদ হাসান আহমদ, সাইদুর রহমান শাহিদ, চট্টগ্রাম পাহাড়তলী এলাকার ব্যবসায়ি মাসুদ মিয়া ও শামীম আহমদ প্রমূখ।