নিহত পুলিশ কনন্টেবল আরিফুর রহমান

ভৈরব সেতুর টোলপ্লাজার কাছে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ কনন্টেবল আরিফুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই ঘটনায় এনা পরিবহনের সুপারভাইজার ডালিম গুরুতর আহত হয়েছে।  কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পুলিশ রেলওয়ে সেতুর পাহাড়ার দায়িত্বে ছিলেন এবং তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নে বলে জানা গেছে। ডালিমের বাড়ি বাজিতপুর এলাকায়। আহত ডালিমকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডালিমকে বাচাঁতে এসেই পুলিশ নিহত হয়। ভৈরব থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ওই সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন।
একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাতে ডালিমও আহত হন।  পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। ডালিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান  চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn