ছেলে সন্তানের বাবা হলেন মুশফিক
সময়টা ভালোই যাচ্ছে মুশফিকুর রহিমের। অধিনায়কত্ব না থাকায় এখন নির্ভার! হাসছে তার ব্যাটও। সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২ রানে আউট হন। শ্রীলংকার বিপক্ষে হারের শঙ্কায় থাকা প্রথম টেস্ট ড্র করে খুশি টাইগাররা। এ খুশির মাঝে মুশফিকের জন্য আনন্দের উপলক্ষ হাজির। প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন ৩০ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান। স্ত্রী মন্ডির কোল আলো করে পৃথিবীতে এসেছে ছেলেসন্তান। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল কিফায়াত মন্ডি। জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা মন্ডির সঙ্গে ২০১৪ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন মুশফিক। প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক গতকাল বিকালে নিজের ফেসবুক ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে সন্তানকে কোলে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আল্লাহ ছোট্ট একটি স্বর্গদূত দিয়ে আমাদের সুখী করেছেন এবং আমরা অপানাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য আন্তরিক দোয়া চাচ্ছি। জাজাকআল্লাহ খায়ের।’ মা ও সন্তান দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। নাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট চলাকালেই মুশফিক জানতেন, যে কোনো সময় অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখবে। তাই দল গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় এলেও তিনি চলে আসেন একদিন আগেই। মানে, চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার দিনই স্ত্রীর পাশে থাকতে ঢাকায় আসেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক।