ঢাকা: রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইনে ছয়তলা ভবন থেকে পড়ে শরিফুল ইসলাম (২০) নামের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোবাইলে কথা বলার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর পুলিশ লাইনের মেজর হারুন অর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোবাইলে কথা বলার সময় ভবন থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শরিফুল ইসলাম তিন মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেয়। মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট (পিওএম) এ উত্তর বিভাগে কর্মরত ছিলেন। লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতন তিনি। সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর অাহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত পুলিশ সদস্যের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn