জগন্নাথপুরে রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ২০
জগন্নাথপুরে পূর্বে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানাগেছে- নাদামপুর গ্রামের বাসিন্দা বর্তমান মেম্বার ইকবাল হোসেন সাজাদ ও খায়রুল হাসান রুপা মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার জের ধরে ঘটনার দিন সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে মহিলাসহ ২০ জন আহত হন। এর মধ্যে রাহাত উল্লার স্ত্রী রংমালা বিবি (৫৫), ছেলে আবু মিয়া (৪০) ও ছানু মিয়া (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাহাত উল্লার ছেলে মনু মিয়া (৩০), আনু মিয়া (২৫), রাশিদ উল্লার ছেলে সোনা মিয়া (৫১), আরব উল্লার ছেলে আকবর আলী (৫০), ওয়াজিদ উল্লার ছেলে তাজ উদ্দিন (২৫), আব্দুল খালিকের ছেলে সুজন মিয়া (৩০), আব্দুস ছোবহানের ছেলে মুনু মিয়া (২৭) ও মৃত হরাজ উল্লার ছেলে আরাফাত উল্লাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।