জগন্নাথপুর::জগন্নাথপুর পৌরসভার নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতস্ত্র মেয়র প্রার্থী আমজদ আলী শফিকের মনোনয়নপত্র বালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হফলনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, পৌরসভা নির্বাচনে গত ২০ অক্টোবর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে পাঁচ মেয়র প্রার্থী, ৩৯ জন প্রার্থী কাউন্সিলর প্রার্থী ও ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিকের দাখিলকৃত হলফনামায় প্রার্থীর নিজের স্বাক্ষর না থাকায় এবং একজন সমর্থনকারী পৌরসভার বাহিরের নাগরিক হওয়াতে মনোনয়নপত্রটি বাতিল করা হয়। অপর চার মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। জেলা রির্টানিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, হলফনামা প্রার্থীর নিজের স্বাক্ষর নেই। এছাড়া পাঁচজন সমর্থনকারীর মধ্যে একজন সমর্থনকারী পৌরসভার নাগরিক না হওয়াকে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, আগামি ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই পৌরসভায়। ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn