সুনামগঞ্জে কোন জঙ্গি ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এরা দেশ ও জাতীর শত্রু। এখনই মাদক প্রতিরোধ করার সময়, মাদক প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। পুলিশ সাংবাদিক একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। বাউল সাধক মরমী কবি হাছন রাজা, বাউল শাহ্ অাব্দুল করিম, রাধা রমন দত্তের দেশ সুনামগঞ্জ। সুনামগঞ্জে এখন দুর্যোগ চলছে। এই দুর্যোগের সময় যেসকল ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, আটা ময়দার দাম বৃদ্ধি করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমার পরিকল্পনা রয়েছে পুরো সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরার অন্তর্ভূক্ত করার। এজন্য আপনাদের সহযোগীতা কামনা করি। আপনারা জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। পুলিশ আপনাদেরকে সহযোগীতা করবে।  বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সুনামগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) সঞ্জয় সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে, সুনামগঞ্জের সময় সম্পাদক লেলিম আহমেদ তালুকদার, সুনামগঞ্জের কথার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি তারেক মাহমৃদুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আমাদের সময় জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক  কেজি মানব তালুকদার, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আল হেলাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ড্রিস্টিক ইন্টিলিজেন্ট অফিসার ১ আনোয়ার হোসেন মৃধা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শামসুল আলম, চেনেল এস এর জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সুনামকন্ঠের চিফ ক্রাইম রিপোর্টার আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন শাহ্  প্রমুখ। এসময় সাংবাদিক বক্তারা সদ্য বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশিদের ভিবিন্ন উন্নয়নমূলক কর্মান্ডের ভুয়সী প্রসংশা ও নবাগত পুলিশ সুপারের সহযোগীতা কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn