জলাবদ্ধতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না জগন্নাথপুর পৌরবাসীর!
পৌর পয়েন্টস্থ এম,আর ষ্টোরের সত্বাধিকারী মুজিবুর রহমান মুজিব জানান, শহরের প্রধানতম এলাকা টিএন্ডটি রোডের পাশের ড্রেনটি ভরাট করে দেওয়ায় সামান্য বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। এছাড়া ওই সড়কে কোনো সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। যে কারনে নাগরিকরা অসহনীয় দুর্ভোগর শিকার হচ্ছে। এ থেকে করে পরিত্রান মিলবে কোন জানে না। এদিকে, পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দুই পাশে শতাধিক ব্যবসায়ী পানিবন্ধ হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, পানি নিস্কাঃশনের কোন ব্যবস্থা না থাকায় এলাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই সড়কের ব্যবসায়ী নুরুল জানান, সকাল থেকে বৃষ্টির পানিতে সড়কটি ডুবে গিয়ে আমার দোকানে পানি ডুকে গেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় এ রকম অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান। আরেক ব্যবসায়ী নুরুজ্জামানজানান, সড়কের পাশের ড্রেনটি ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বৃষ্টির পানি আটকে যায়। কৃর্তপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহন করেননি। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ জানান নাগরিক দুর্ভোগ কমাতে আমরা চেষ্ঠা করছি।