জানুয়ারিতে শুরু প্রিমিয়ার লিগ!
বার্তা ডেস্ক:আগেই জানা, এবার আর বিপিএল হবে না। এখনকার খবর, ঢাকার ক্লাব ক্রিকেট তথা দেশের একমাত্র ৫০ ওভারের আসর প্রিমিয়ার লিগও হবে না। অবশ্য প্রিমিয়ার লিগ যে হচ্ছে না আর হলেও ডিসেম্বরের আগে সম্ভাবনা কম-তার আগাম পূর্বাভাসও মিলেছিল। আজ (সোমবার) বিকেলে বিসিবি পরিচালক ও গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়ে দিলেন, এ বছর আর প্রিমিয়ার লিগ হচ্ছেই না। আর শুরু হলেও জানুয়ারির আগে নয়। সুজন বলেন, ‘এ বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি।’ কেন প্রিমিয়ার লিগ ২০২০ সালে হচ্ছে না, এর পেছনে আসল কারণটা কি? এমন প্রশ্নে বিসিবি পরিচালক জানান, তারা (বিসিবি) আসলে প্রস্তাবিত টি-টোয়েন্টি লিগ নিয়েই বেশি উৎসাহী। সুজনের ভাষায়, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টের ব্যাপারে আমরা কথা দিয়ে ফেলেছি। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে।’ সেটা না হয় হলো। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হলেও কি এ বছর আর প্রিমিয়ার লিগ শুরু করা সম্ভব হবে না? সুজন ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, সেটা আসলে সম্ভব নয়। সুজন বলেন, ‘আগে টি-টোয়েন্টি আসর পর্যন্ত যাই আমরা। তার পরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে বা ১০ তারিখের আগে মনে হয় না প্রিমিয়ার লিগ শুরু সম্ভব হবে।’
কিন্তু তখন তো ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে খেলতে আসার কথা। হোম সিরিজের সময় কি প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব? সুজনের দাবি, সম্ভব। তারপরও তিনি ব্যাপারটা ক্লাবগুলোর ওপর ছেড়ে দিয়েছেন। তার কথা, ‘ক্লাবগুলো খেলতে চাইলে হবে। না হয় না। তখন আরও পরে লিগ শুরু করতে হবে।’ সুজন যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মত হবে, ঘরোয়া ক্রিকেট ঘরোয়া ক্রিকেটের মতো। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে, তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ স্বাভাবিক। কারণ দুটো তো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে তাদের খেলোয়াড় ছাড়া খেলবে না, তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে। আগামী বছর আসলে এত ব্যস্ত সূচি যে সেই সুযোগও হবে না। আমাদের মার্চ-এপ্রিলে কিছুটা ফাঁকা সময় আছে, এ ছাড়া তো মনে হয় নেই।’-জাগোনিউজ