জেলার বিভিন্ন স্থানে বই বিতরণ উৎসব ২০১৮ উদ্বোধন
সুনামগঞ্জে
সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলায় বই বিতরণ উৎসব ২০১৮-উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। আজ সোমবার সকাল ৯টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম,আখতার জাহান সাথী,রাহুল চন্দ্র,ফারজানা আক্তার ববি,মিলটন চন্দ্র পাল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষার্থীদের অভিভাবক,গনমান্য ব্যক্তিগন ও শিক্ষার্থীরা। জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানান,এবার জেলার ১১টি উপজেলায় ২১লাখ,২৩হাজার ৮৮টি বই বিতরন করা হবে। আজ থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর জানান,জেলার ১১টি উপজেলায় মাধ্যমিকে ২৫লাখ ৫৩হাজার ৭১২টি আর মাদ্রাসায় ৫লাখ ১৬হাজার ৯৮০টি বই বিতরন করা হবে। এর কার্যক্রম শুরু হয়েছে।
তাহিরপুর
তাহিরপুর ::তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।সোমবার সকাল ১১টা তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসব মূখর পরিবেশে উপজেলা সদরের ৩টি শিক্ষা প্রতিষ্টানে বই বিতরন করেন। পৃথক পৃথক বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব,থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান,সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সভাপতি আলী মর্তূজা,নুরুল আমিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,অধ্যক্ষ ইয়াহিয়া তালূকদার,অধ্যক্ষ আব্দুছ ছোবাহান,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমূখ।
ছাতক
ছাতক:: সারা দেশের ন্যায় ছাতকে নতুন বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। সোমবার সকালে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশানর(ভুমি) সোনিয়া সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ও এসএমসির সহসভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈদ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, এসএমসির সদস্য পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী স্বপন পাল প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক রশিদ আহমদ, শিক্ষার্থী সোহানা সিনথি রীমা, আবিদা রহমানী আনিকা, নৌরিন সুলতানা প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষক মাওলানা আছাহাব উদ্দিন ও গীতা পাঠ করেন শিক্ষক রমানন্দ চক্রবর্ত্তী। এসময় এসএমসির সদস্য সালেহ আহমদ, আব্দুল করিম, কাজী আমিনুল হক, শামছুল আলম তালুকদার, পিটিআই সদস্য এখলাছ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদ। প্রধান শিক্ষক হেলালুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বই উৎসবে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে বই বিতরণী উৎসবে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশানর(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈদ হারুন-অর রশীদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মুকুল, মিছবাহ উদ্দিন, চন্দন দে, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের ১হাজার ৫ শতাধিক শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে উৎসবের আনন্দে মেতে উঠে। এ ছাড়া উপজেলার গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, দোলারবাজারসহ বিভিন্ন এলাকার সবকটি শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব অনুষ্টিত হয়
জগন্নাথপুর
জগন্নাথপুর:: জগন্নাথপুরে সারা দেশের ন্যায় বই উৎসবের অংশ হিসেবে উপজেলার ১৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার প্রতিটি স্কুলে বই বিতরণ উপলক্ষে আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।এদিকে-বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বাধ ভাঙা আনন্দ বিরাজ করতে দেখা যায়।