জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (১৯ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ০-২ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। গোল দু’টি করেন গ্যাব্রিয়েল হেসুস ও ডেভিড সিলভা। এ ম্যাচের আগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ০-২ গোলে হেরে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বেশ পিছিয়ে পড়েছিল টেবিল টপার লিভারপুলের চেয়ে। শরিবার রাতে পুরো ম্যাচে ৭২ শতাংশ সময়েই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ম্যান সিটি। এ সময়ে ২১টি আক্রমণের বিপরীতে ১০টি ছিলো লক্ষ্য বরাবর। যার মধ্যে গোল হয়েছে মাত্র ২টি। ক্রিস্টাল প্যালেসের করা ৭টি আক্রমণের মধ্যে ২টি ছিলো লক্ষ্য বরাবর। একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখলেও, জালের দেখা পাচ্ছিল না ম্যান সিটি। অবশেষে ৩৯ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার ক্রসে ডি-বক্সের ভেতরে ডাইভিং হেডে গোল করে মাইলফলকে পৌঁছান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেসুস। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলে এটি তার ৫০তম গোল। এক মিনিট পর দলের দারুণ বোঝাপড়ার ফল পায় ম্যান সিটি। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ডেভিড সিলভার উদ্দেশ্যে আলতো করে ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ভাসিয়ে দেন রহিম স্টার্লিং। বল মাটিতে পড়ার আগেই দারুণ এক ভলিতে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। এ জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যান সিটি। নয় ম্যাচে ৬ জয় ও ১ ড্রতে তাদের পয়েন্ট ১৯। এক ম্যাচ কম খেলে অপরাজিত থাকা লিভারপুলের ঝুলিতে রয়েছে পূর্ণ ২৪ পয়েন্ট।