আজহার উদ্দিন শিমুল- ::

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র জন্য সেরা ৩০টি তরুণদের সংগঠনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ এ রয়েছে সিলেটের এমসি কলেজের থিয়েটার মুরারিচাঁদ । জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সেরা ৩০টি তরুণদের সংগঠনের নাম ঘোষণার পর আজ শনিবার এই ৩০টি সংগঠনের মধ্য থেকে ১০টি সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  এর মধ্যে সেরা-১০ এর পুরস্কার গ্রহণ করে থিয়েটার মুরারিচাঁদ।  প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন  থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও নাট্য নির্দেশক ইয়াকুব আলী । ঢাকার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় অনুষ্ঠানে নবীন তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সারাদেশ থেকে ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ১৩০০ আবেদন আসে। যার মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে এখানে ডাকা হয়। এখান থেকেই ৩০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। আর এই মনোনীতদের থেকেই সেরা ১০ প্রতিষ্ঠান পুরস্কার পায়। থিয়েটারের সংশ্লিষ্টরা বলছেন, ‘এ কৃতিত্ব শুধুমাত্র থিয়েটার মুরারিচাঁদের নয়। এই কৃতিত্বের অংশীদার তাঁরাও যাঁরা থিয়েটার প্রতিষ্ঠা থেকে শুরু করে আজও বিভিন্নভাবে থিয়েটারের সকল কার্যক্রমে নানাভাবে সহযোগিতা করে আসছেন।আমরা কৃতজ্ঞচিত্তে আমাদের সকল আপনজনদের স্মরণ করছি। আমরা বিশ্বাস করি অতীত বর্তমানের মত আগামীতেও আপনাদের সান্নিধ্যে থিয়েটার মুরারিচাঁদ আরও সমৃদ্ধ হবে। আরও এগিয়ে যাবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn