ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে চলছে নেত্রকোনার হাওরবাসী। এসব ট্রলারের নেই কোনো লাইসেন্স। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, আটপাড়া এবং কলমাকান্দা উপজেলাসহ আশেপাশের বেশ কয়েকটি হাওর উপজেলায় শুষ্ক মৌসুমে জনগণের চলাচলের জন্য পাকা সড়ক ও সেতু নির্মাণের জন্য সরকার ব্যবস্থা নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে তা আলোর মুখ দেখছে না। এমনিতেই হাওরবাসী বছরের সাত মাস পানির সঙ্গে লড়াই করে চলাচল করে। অথচ অর্থনৈতিকভাবেও এ উপজেলাগুলো এলাকার জনগণের আয়-রোজগারের জন্য গুরুত্ব বহন করে। মাছের জন্য বিখ্যাত এ উপজেলার যোগাযোগ ব্যবস্থার আজও কোনো উন্নয়ন হয়নি। এসব এলাকায় সবচেয়ে বেশি সমস্যা হয় বর্ষাকালে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের জন্য নৌকা ছাড়া আর কিছুই নেই। একমাত্র নৌযানই তাদের ভরসা। ঝুঁকি নিয়ে তারা ঝড়-বাদলে চলাচল করেন।
বর্ষায় যাতায়াতের অসুবিধার জন্য প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার একেবারে কম। অভিভাবকরা নৌকাডুবির ভয়ে ছেলে-মেয়েদের স্কুল পাঠান না। এদিকে এখানে যেসব ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে সেগুলোরও লাইসেন্স নেই। এছাড়া এ ট্রলারগুলো শুধু সামনের দিকে যেতে পারে, পিছনদিকে যেতে পারে না। আর তখনই ঘটে দুর্ঘটনা। এক ট্রলারের সঙ্গে অন্য ট্রলারের সংঘর্ষ লেগে ডুবে যায়। সরকার ট্রলারগুলো থেকে রাজস্ব আদায়ও করতে পারছে না। এলাকাবাসী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn