বার্তা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৯ প্রেসিডেন্টকে কপালপোড়া বলা হতো এতদিন। এবার তাদের তালিকায় যুক্ত হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।  এই ১০ জনের কেউ-ই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। অথচ মার্কিন রাজনীতির দীর্ঘদিনের রীতি হচ্ছে– একই ব্যক্তি পর পর দুবার প্রেসিডেন্ট হবেন। কিন্তু ১০ জনকে প্রথম মেয়াদের পরই ছুড়ে ফেলে দেয় যুক্তরাষ্ট্রের জনগণ। তাদের মধ্যে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবিড়ম্বনার শিকার ভাবতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কারণ গত প্রায় তিন দশকের মধ্যে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যার এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ নিতে হলো।

এ পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচন করে যারা হেরে গেছেন-

জর্জ বুশ

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ সিনিয়র বুশ ১৯৯২ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা বিল ক্লিনটনের কাছে হেরে যান। নির্বাচনের ফল ঘোষণার পর এ পরাজয় স্বীকারও করে নেন বুশ। তখন তিনি বলেছিলেন– জনগণ তাদের রায় দিয়েছে, আমি মেনে নিয়েছি।’ ২০১৮ সালে বুশ মারা যান।

জিমি কার্টার

১৯৮০ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জিমি কার্টারকে পরাজিত করে তাক লাগিয়ে দেন রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যান। ওই সময়টায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ছিল চরমে। কার্টারের মতো অভিজ্ঞকে বাদ দিয়ে সাবেক অভিনেতা রিগ্যানকে নেতা হিসেবে বেছে নেন মার্কিনিরা।

জেরাল্ড ফোর্ড

জেরাল্ড ফোর্ড ছিলেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি সরাসরি ইলেকটোরাল ভোটে নির্বাচিত হননি। ওয়াটার গেট কেলেঙ্কারিতে জড়িয়ে রিচার্ড নিক্সন পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হন ফোর্ড। এর পর ১৯৭৬ সালের নির্বাচনে ফোর্ডকে হারিয়ে ডেমোক্র্যাটিক পার্টির জিমি কার্টার প্রেসিডেন্ট হন। পরে তিনিও পুনর্নির্বাচিত হতে পারেননি।

হারবার্ট হুভার

দ্বিতীয় দফায় পরাজিত প্রেসিডেন্টদের তালিকায় রয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট হারবার্ট হুভার। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে চলছিল অর্থনৈতিক মন্দা (গ্রেট ডিপ্রেসন)। অর্থনীতি পুনরুদ্ধারে সফল হতে পারেননি হুভার। ১৯৩২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হুভারকে সহজেই হারিয়ে প্রেসিডেন্ট হন ডেমোক্র্যাটিক পার্টির তারকা প্রার্থী ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

উইলিয়াম ট্যাফট

১৯১২ সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন আগের নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট। এ নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে অংশ নিয়েছিলেন থিয়োডর রুজভেল্ট। ফলে ভোট ভাগ হয়ে যায় ট্যাফট ও রুজভেল্টের মধ্যে। এতে সহজেই জিতে যান আরেক প্রার্থী উড্রো উইলসন।  

গ্রোভার ক্লিভল্যান্ড ও বেঞ্জামিন হ্যারিসন

ডেমোক্র্যাটিক পার্টির স্টিফেন গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৮ সালে পুনর্নির্বাচনের দৌড়ে হেরে গিয়েছিলেন রিপাবলিকান পার্টির বেঞ্জামিন হ্যারিসনের কাছে। তবে পরের নির্বাচনে ক্লিভল্যান্ড আবারও জয়লাভ করেন। সেবার তিনি হ্যারিসনকে হারান।

মার্টিন ভ্যান বিউরেন
১৮৪০ সালে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির মার্টিন ভ্যান বিউরেনকে হারিয়ে ক্ষমতায় আসেন উইগ পার্টির প্রার্থী উইলিয়াম হেনরি হ্যারিসন। সেই নির্বাচন বিশাল জয় পেয়েছিলেন হেনরি হ্যারিসন। তিনি ইলেকটোরাল ভোট পেয়েছিলেন ২৪০টি। আর ভ্যান বিউরেন পেয়েছিলেন ৬০টি।

জনকুইন্সি অ্যাডামস

অ্যাডামস পরিবারের আরও একজন জনকুইন্সি অ্যাডামস দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। ১৮৪২ সালের নির্বাচনে অ্যান্ডু জ্যাকসন পপুলার ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট ইলেকটোরাল ভোট পাননি। ফলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ জনকুইন্সি অ্যাডামসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কিন্তু এর চার বছর পর খুব সহজেই অ্যাডামসকে হারিয়ে দেন জ্যাকসন।

জন অ্যাডামস

জন অ্যাডামস ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি। তিনি দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। ফেডারেলিস্ট পার্টির প্রার্থী জন অ্যাডামকে হারিয়ে দেন থমাস জেফারসন। জেফারসন ছিলেন রিপাবলিকান-ডেমোক্র্যাট প্রার্থী।-ডয়েচে ভেলে

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn