সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়া ৭টি সরকারি কলেজে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য পৃথক ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একথা জানান। উপাচার্য বলেন, নতুনভাবে অধিভুক্ত সাতটি সরকারি কলেজেও ঢাবির অধিভুক্ত অন্য কলেজের মতো পৃথক ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে সেটির দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি। আমাদের অধিভুক্ত অনেক কলেজ আছে সেগুলোতে যে পদ্ধতিতে ভর্তি নেয় এখানেও একই পদ্ধতিতে নেয়া হবে। তবে এটি ঢাবির নিয়মিত ভর্তি পরীক্ষার অংশ নয়। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য। এ বছর ঢাবির ৫ ইউনিটে ৭০৮৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। টাকা জমা দেয়া যাবে ৩০ আগস্ট পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর ১৬ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের লিখিত, ২৩ সেপ্টেম্বর অঙ্কন, ২২ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট, ১৩ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn