ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি মেঘালয়ের (জিএনএলএম) গুরুত্বপূর্ণ সদস্য কোচিং মারাক ওরফে ডেরেন মারাককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন তার। গত ১০ জুলাই রাত পৌনে ১০টায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বারেকের টিলার পাশের করইগড়ার বাসিন্দা স্থানীয় ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পুলক মারাকের বাড়ি থেকে কোচিং মারাককে গ্রেফতার করে পুলিশ। ১১ জুলাই তাহিরপুর থানায় বর্ডার কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টে মামলা করে কোচিং মারাককে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার পুলিশ কোচিং মারাককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং হিলসের মেন্দিপাথর গ্রামের নিপু মারাকের ছেলে কোচিং মারাক ওরফে ডেরেন মারাক মেঘালয়ের একজন বড় মাপের সন্ত্রাসী। তার নেতৃত্বে মেঘালয়ে এর আগে কয়েকজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn