অনেক সময়ই স্মার্টফোনটি বাসার কোন জায়গায় রেখেছেন, তা মনে থাকে না। ফলে কাজের সময় বা বাইরে বের হওয়ার সময় মোবাইলটি সহজে পাওয়া সম্ভব হয় না। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কিছুটা অতিরিক্ত পরিশ্রমও হয়ে থাকে। তবে এই অ্যাপটি যদি আপনার স্মার্টফোনটিতে থাকে তাহলে শুধু মাত্র হাতের তালিতেই সহজে খুঁজে পাওয়া সম্ভব আপনার স্মার্টফোনটি। অ্যাপটির নাম ক্লাপ টু ফাইন্ড। অ্যাপটি মোবাইলে চালু থাকলে আপনার প্রিয় স্মার্টফোনটি ঘরের যেখানেই থাকুক না কেন সহজেই তা খুঁজে পাবেন আপনি। এর জন্য পরপর তিনবার হাততালি বাজাতে হবে। তালি বাজানোর সঙ্গে সঙ্গে মোবাইলটি বেজে উঠবে বা মোবাইলের আলো জ্বলে উঠবে। তবে এর জন্য অ্যাপটি মোবাইলে চালু থাকতে হবে। এছাড়া অফিস বা কর্মক্ষেত্রে কাজের সময় অ্যাপটি আপনি বন্ধ করে রাখতে পারবেন। অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn