তাহিরপুরে’র টুকরো খবর পাঠিয়েছেন-রাজন চন্দ
ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন
তাহিরপুর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভাটি তাহিরপুর কালিবাড়ি প্রাঙ্গনে সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার। সাধারন সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা,ইউপি সদস্য হুমায়ুন কবির,সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক,বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আলম জিলানী সুহেল,জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি খোকন আহমেদ,উপজেলা শ্রমিকলীগ আহবায়ক সিরাজুল ইসলাম ,ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ। সম্মেলন শেষে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সাবেক ইউপি সদস্য বাবর আলীকে সভাপতি এবং মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নুরকে সাধারন সম্পাদক ও অমল রায় কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।
শস্যের নিবিড়তা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষন
চলতি অর্থবছরে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় তাহিরপুরে কৃষক কৃষানী প্রশিক্ষন অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্য্যালয়ে কৃষি অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষনে আগত কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার সাহা। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ। প্রশিক্ষন শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের বীজ বিতরন করা হয়।