তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত নদী/খাল পুনঃ খননের জন্য স্কীম প্রস্তুত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলার সদর ও বালিজুরি এ দু,টি ইউনিয়নে মঙ্গলবার স্থানীয় কৃষক জনতা, গণ্যমান্য ব্যাক্তি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য/সদস্যদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কীম প্রস্তুত বিষয় মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক শনি হাওর পাড়ের কৃষক শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,সাবেক ইউপি সদস্য গবিন্দ শ্রী গ্রামের কৃষক হারুন মিয়া,ভাটি তাহিরপুর গ্রামের কৃষক এমরান হোসেন,শনি হাওর পাড়ের কৃষক রফিকুল ইসলাম,সদর ইউনিয়ন পরিষদ  সদস্য মতিউর রহমান মতি,হুমায়ন কবির,বাবুল মিয়া,কামাল হোসেন,মহিলা সদস্যা মল্লিখা খাতুন প্রমুখ। অপরদিকে দুপুর ২ ঘটিকায় বালিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,সাবেক ইউপি সদস্য মিলন তালুকদার,ইউপি সদস্য বুলবুল মিয়া,সদস্যা রেবা আক্তার,সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম প্রমুখ। সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারপুর বাজারে পাহাঢ়ী ঢলে সৃষ্ট খাল পরিদর্শন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn