তাহিরপুরে পূর্বশত্রুতার জেড় ধরে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৪০। গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এলাকাবাসী জানান, শনিবার দুপুরে নোয়ানগর গ্রামের হাফিজ উদ্দিন ও আলী আকবর পক্ষদ্বয়ের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদে সালিশ বৈঠক শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আলী আকবর গ্রুপের পক্ষের আল আমিন(২২) কে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনার জেড় ধরেই বিকাল ৫টায় নোয়ানগর গ্রামে পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হলো,আলী আকবর গ্রুপের সাদ্দাম হোসেন(২৫), ভূলন মিয়া (৩৬), জিয়াউর রহমান(৩২), আরিফ মিয়া(১৯), আবিদ হাসান(২৮), রেনু মিয়া(৩৮), ইনচান মিয়া(২৮), নজরুল ইসলাম(২৪), আল আমিন(২২), রাহুল(২১); হাফিজ উদ্দিনের পক্ষের আহতরা হলো, হাফিজ উদ্দিন(৫৫),তার স্ত্রী ললিতা বেগম (৫০),স্বপন মিয়া (২৫), খেলন মিয়া(২৬), ওয়াসিম মিয়া(২৬), মিরাজ উদ্দিন(২৮), গিয়াস উদ্দিন(৫০), মাহবুব মিয়া(১৬), রেজাউল(১৫) ও রাহুল মিয়া(১৮)। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর সংঘর্ষের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn