তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব বৃটেনে
তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব দেখা দিয়েছে বৃটেনে। আগস্ট মাস পর্যন্ত দেশটিতে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছিল ৪.৫ শতাংশ যা পূর্বের প্রান্তিকের থেকে ০.৪ শতাংশ বেশি। বৃটেনের অফিস ফর ন্যাশনাল স্টাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, ২০০৯ সালের পর এ বছরই সবথেকে বেশি কর্মী ছাটাই হয়েছে দেশটিতে। এ খবর দিয়েছে বিজনেস ইনসাইডার। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে প্রায় ৫ লাখ কর্মসংস্থান হ্রাস পেয়েছে বলে জানা গেছে ওএনএসের রিপোর্ট থেকে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তরুণরা। দেশটি দীর্ঘদিন কঠিন লকডাউনের মধ্যে ছিল। এরইমধ্যে মঙ্গলবার বেকারত্ব সম্পর্কিত নতুন এই তথ্য প্রকাশ করা হলো।এমন একসময় এই তথ্য প্রকাশিত হয়েছে যখন দেশটি আবারো নতুন করে লকডাউন দিতে যাচ্ছে। এরইমধ্যে বেশ কিছু স্থানে ঘোষণা করা হয়েছে বাঁধা নিষেধের। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও আতঙ্কিত হয়ে পরছেন দেশটির মানুষ। ধারণা করা হচ্ছে, এই দফাতেও কর্মসংস্থান কমে যেতে পারে বৃটেনে। ওএনএসের হিসেবে, কর্মসংস্থান হারানোর মধ্যে প্রায় তিন লাখের বয়সই ১৬ থেকে ২৪ বছরের মধ্যে। সেবা খাতগুলোতেই মূলত ছাটাই হয়েছে বেশি।