তৃণমুল নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ড. জয়া সেনগুপ্ত
জিয়াউর রহমান লিটন-
দিরাই-শাল্লার আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত। বৃহস্পতিবার সহকারি রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- মুহিবুর রহমান মানিক এমপি, আবদুল মজিদ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস,উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া, অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, অভিরাম তালুকদার, রঞ্জন রায়, মোহন চৌধুরীসহ দিরাই ও শাল্লা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের জন্য তপসিল ঘোষণা করা হয়। আগামী ৩০ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।