তোফায়েল আহমেদ যেখানে অনন্য
শুধু ত্রাণ বিতরণই নয়, কোভিড-১৯ আক্রান্তদের শনাক্ত করতে নিজ অর্থায়নে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার হাসপাতাল চত্বরে নমুনা সংগ্রহে তিনটি সেফটি বুথ স্থাপন করেছেন তোফায়েল আহমেদ। শনিবার এই বুথ তিনটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে করোনামুক্ত রাখতে বেশি বেশি পরীক্ষা করার আহ্বান জানান তিনি। ভোলার বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘ভোলা থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল বা ঢাকা যেতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ওই নমুনা নিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব হয় না। তাই এখানে জরুরি ভিত্তিতে একটি পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাবনা রয়েছে। যার কাজ শিগগিরই শুরু হবে। ওই ল্যাব স্থাপিত হলে এখানে নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গে পরীক্ষাও করা যাবে।’
স্থানীয় পর্যায়ে তিন দফায় ৩৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন তোফায়েল আহমেদ। প্রথম দুই দফায় ২০ হাজার মানুষের মাঝে তার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল-চাল, আলু তেল, আটা, লবণ, চিনি ও মশুরডাল। পরে তৃতীয় দফায় আরও ১৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ইফতার ও খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। চতুর্থ দফায় ১৫ হাজারের বেশি মানুষকে ঈদ উপহার দিচ্ছেন। যার মধ্যে রয়েছে-পোলাওয়ের চাল, সেমাই, চিনিসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।
করোনার কারণে সৃষ্ট দুর্যোগ দূর হওয়ার আগ পর্যন্ত অসহায়দের জন্য এসব ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও ভোলায় তোফায়েল আহমেদের ত্রাণ বিতরণে নিয়োজিতরা জানিয়েছেন। এই দুঃসময়ে সংসদ সদস্যের দেওয়া ত্রাণ উপহার পেয়ে খুশি অসহায় মানুষ। স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘তোফায়েল আহমেদ আমাগো ভোলাবাসীর নয়নের আলো। তিনি না থাকলে আমরা এই দুর্যোগের দিনে অন্ধকার দেখতাম। মানুষটার মন আকাশের মতো উদার। তিনি যদি না থাকতেন তাহলে হইতো এই দুর্দিনে না খাইয়া থাকতে হাইতো।’