দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে ডনের মতবিনিময়
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, ‘আমরা জয়বাংলার লোক, নৌকা মার্কার লোক। আমার বাবা সারাজীবন নৌকা মার্কার পক্ষে গণজাগরণ তৈরি করেছেন। যেখানে নির্বাচন করেছেন সেখানে মানুষ বিপুল ভোটে বিজয়ী করেছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে।’ ‘কোন অনলাইন বা সংবাদে কি লিখেছে সেটাকে ভিত্তি মনে না করে নৌকার পক্ষে কাজ করার জন্য’ নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। দক্ষিণ সুনামগঞ্জে শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কলপতা বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ডন। শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম হায়দরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহিদুর রহমান শহীদ, পশ্চিমপাগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দার, শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, তলেরবন আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসাইন সাধারণ সম্পাদক আছদ্দর মিয়া। উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা আক্তার মিয়া, সিরাজ উদ্দিন, জলিল উদ্দিন, আকবর মিয়া, আব্দুল আলিম, সুলতান মিয়া, তেরা মিয়া, আব্দুল হান্নান, মতিউর রহমান, জসিম উদ্দিন প্রমুখ। এরপর তিনি মুক্তাখাই, জিবদারা ও গনিগঞ্জ বাজারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে সকালে জগন্নাথপুরে আওয়ামী লীগ সহ-সভাপতি, পৌর মেয়র আব্দুল মনাফের বাসভনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, কাউন্সিলর দীপক গোপ, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতা মোতালিব মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম মান্না, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন, সেলিম মিয়া, জহুর মিয়া, তোফায়েল আহমদ মুটুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মামুন হোসেন, ফয়জুল ইসলাম, হোসাইন আহমদ টিটু, আকমল হোসেন, মকসুদুল হক, হরূপ মিয়া, কয়েছ মিয়া, জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা লিটন দেব, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, মুহিন মিয়া, ইফতার হোসেন, হাসানুর রহমান হাসান, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা অহী আহমদ নিলু, ছাত্রলীগ নেতা শাহীন মিয়া সুমন, হায়দার মিয়া, আব্দুল মুবিন চৌধুরী প্রমুখ।