দিরাই  :: দিরাইয়ে পুর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হলেন- আজিজুর রহমান, শাহনেওয়াজ, মুজিবুর রহমান, ফিরোজ মিয়া, ফরমান খান, সমুজ খান, বদর উল্লাহ, রুনই মিয়া, সালমান, দবির মিয়া, আশরাফ খান, সাবাজ খান। শুক্রবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু খান ও একই গ্রামের ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনা ও মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn