মাহমুদুর রহমান তারেক-

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন- “দুর্যোগের সময় যারা বড় বড় কথা বলে খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিজ্ঞরা এক ছটাক চাল নিয়ে কারও ঘরে পৌঁছায় নাই। বড় বড় কথা বলে কিন্তু তারা দেখতে পর্যন্ত আসে না। এরা কীভাবে দেশের মঙ্গল করবে বুঝি না, আমি তাদের ধিক্কার দেই। সমাজের বিত্তবান মানুষদের সরকারের পাশাপাশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা উচিত।”

মন্ত্রী বলেন- “ভয়ের কোনা কারণ নেই, এর চেয়ে বড় দুর্যোগ আসলেও আমরা মোকাবেলা করতে সক্ষম। জননেত্রী শেখ হাসিনা সবসময় হাওরের মানুষের পাশে আছেন। তদন্ত হচ্ছে, যারা হাওরের বাঁধের দুর্নীতির সঙ্গে জড়িত- সে যেই হোক শাস্তি হবেই।”
মন্ত্রী বুধবার (১৯ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- সাংসদ জয়া সেনগুপ্ত, সাংসদ পীর ফজরুর রহমান মিসবাহ, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, জেলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়লুল কবির রুমেন প্রমুখ। এর আগে মন্ত্রী ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn