দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিক-জেলা প্রশাসক
ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ১০০০ মে.টন চাল ও ৪৮ লক্ষ ৫০০ হাজার টাকা এবং ১৫৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়েং এসব তথ্য জানান করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ণ করে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার ১ লক্ষ ৫০ হাজার পরিবারের মধ্যে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বলেন, হাওর অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় সরকার খুবই আন্তরিক। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ সম্পর্কে নির্দেশনা প্রধান করেছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা মজুদ রয়েছে। কৃষকদের পুনর্বাসনে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এসময় জানানো হয় সুনামগঞ্জের জন্য বর্তমানে ৭০ হাজার ৫০০ মে.টন চাল, ৪ লক্ষ ১৫ হাজার টাকা এবং ৩০ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, আল হেলাল, শাহাব উদ্দিন আহমেদ, সেলিম আহমদ, দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদনূর আহমেদ প্রমুখ।