দোয়ারায় বিএনপির বিক্ষোব মিছিল
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে ষড়যন্ত্রমুলকভাবে ষোলকোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেয়া হয়েছে। সরকারের এ অন্যায়ের প্রতিবাদে দেশবাসী রাজপথে নেমে এসেছে। জনতার রোষানল থেকে বাঁচেতে দ্রুত বেগম জিয়াকে স্বসন্মানে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় ভয়াবহ পরিনতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয়না উল্লেখ করে মিলন আরো বলেন, মিথ্যা মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে সরকার যে নোংরা চর্চায় মেতে উঠেছে এর জন্য একদিন শেখ হাসিনাকেও পরিনতি ভোগ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে দোয়ারা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক নমুর সভাপতিত্বে ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত হরতকীতলার পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাবুর র হমান খছরু, আব্দুর রহিম, হারুন অর রশীদ, বুগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা যুবদলের সভাপতি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হরতকীতলায় পথসভায় মিলিত হয়।