ধর্মপাশায় জুয়াড়ী ও গরুচোরসহ আটক ১৪
ধর্মপাশায় জুয়াড়ী ও গরুচোরসহ ১৪জনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সেলবরশ ইউনিয়নের কোদাইল্যা বিল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় গরুচুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আটককৃতরা কোদাইল্যা বিলে একটি ইঞ্জিন চালিত নৌকায় জুয়াড় আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। জুয়াড়ীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। আটকৃতদের মধ্যে কয়েকজন গরুচোরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। আটককৃতরা হলো, উপজেলার সেলবরশ ইউনিয়নের শিংপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে শহীদ হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইসহাক আলী, আব্দুল হেকিমের ছেলে রিপন, আব্দুল হাইয়ের ছেলে মো. সাদিকুল, মৃত আব্দুল মালেকের ছেলে নূরুন্নবী, একই ইউনিয়নের বনগাবি গ্রামের নূরুল আমিনের ছেলে মো. আমিন, মাইজবাড়ি গ্রামের হাসেন মুন্সির ছেলে আবেদনূর, পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত লালচানের ছেলে মো. শামীম, হিজলা গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে দৌলা মিয়া, জয়শ্রী ইউনিয়নের বাকরপুর গ্রামের খালেদুজ্জামান খোকনের ছেলে পাকন মিয়া, আবাল হোসেনের ছেলে মো. মাসুম মিয়া, নূর হোসেনের ছেলে মাহাবুল, সানবাড়ি গ্রামের মৃত প্রফুল্ল সরকারের ছেলে বাচ্চু সরকার ও সদর ইউনিয়নের ফাতেমানগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শফিক। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে গরুচুরির ঘটনা ঘটছে। এই সংঘবদ্ধ চক্রটি এর সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’