পরামর্শক জয়া আহসান
ইতিমধ্যে কলকাতায় জয়া আহসানের অভিনয়ে সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে এর ডাবিং। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আর রাজার ছোট বোনের চরিত্রে জয়া। শুধু অভিনয়ই নয়, সহশিল্পীদের শুদ্ধ উচ্চারণভঙ্গির পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৃজিত জানিয়েছেন, ভাওয়ালের উপভাষা কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়, সহশিল্পীদের তা শিখিয়েছেন জয়া। টুইটে জয়ার মাইক্রোফোন হাতে একটি ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘এক যে ছিল রাজার উচ্চারণভঙ্গি ও উপভাষার পরামর্শদাতা’। জয়ার ওপর এই দায়িত্ব ছেড়ে দেয়া হয়েছে ছবিটির বিষয়বস্তুর জন্যই। এ প্রসঙ্গে কলকাতা থেকে জয়া জানান, আসলে আমার সহশিল্পীদের উচ্চারণ একটু দেখিয়ে দিচ্ছি। সৃজিতদা বাড়িয়ে বলেছেন। প্রসঙ্গত, জয়া আর যীশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।