প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩৩ চুক্তি-সমঝোতা স্মারক: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি/সমঝোতা স্মারকের বেশির ভাগই বর্ডার-হাট স্থাপন, তথ্য ও সস্প্রচার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূ-ত্বাত্তিক বিজ্ঞান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত। ভারত-বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক হবে নাকি চুক্তি হবে- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা গোপন কোনো বিষয় না। আপনারা সবকিছুই জানতে পারবেন। নিন্দুকেরা যা বলছে সেটি ঠিক নয়।
স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি দুদেশের দুই প্রধানমন্ত্রী বিরল-রাধিকাপুর রুটে মালামাল পরিবহনকারী রেল চলাচল, খুলনা-কোলকাতা রুটে যাত্রীবাহী বাস ও রেল চলাচল, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করবেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।