ফের ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট আইনের শাসন মানবাধিকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টর দক্ষিণ এশিয়া বিষয়ক উপকমিটি বৈঠকে বসছে। বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু করতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে জোড়ালো পদক্ষেপ নিতে আনুষ্ঠানিকভাবে বলা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ফের ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা ১১ইমে রোজ
বৃহস্পতিবার ব্রাসেলসের স্থানীয় সময় বেলা দুইটা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ বৈঠকটি শুরু হবে। বৈঠকটি এক ঘণ্টা চলবে বলে কার্যসূচিতে উল্লেখ করা আছে। এ বৈঠকের পর আগামী ১৬ইমে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশর সংকট সমাধানে একটি প্রস্তাব পাস হবে বলে কুটনৈতিক সুত্রে জানা গেছে।
বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সমাধানে তিনটি প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সাথে অনেকবার বৈঠক করেছেন। এই বৈঠকে সরকারের মন্ত্রীদের কাছে জানতে চাওয়া হবে ইইউর তিনটি ফর্মুলার কোন প্রস্তাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া ব্যাক্তিদের বিষয়ে জানতে চাওয়া হবে। বৈঠকে ৬টি এজেন্ডা থাকছে। বৈঠকে বাংলাদেশে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে জানতে চাইবে । এসময় পার্লামেন্ট বাংলাদেশের বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নকে বলা হবে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।