বঙ্গবন্ধুর জন্য যারা মায়া কান্না করে তারাই উন্নয়নের বাধা-মুকুট
দিরাই উপজেলার জগদল ইউনিয়ন যুবলীগ আয়োজিত সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, যারা বঙ্গবন্ধুর জন্য মায়া কান্না দেখান তারাই আবার আমাদের উন্নয়ন কাজে বাধা দেয়, সকল ষড়যন্ত্রের জ্বাল ছিন্ন করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাই মিলে কাজ করে যাব। সভায় প্রধান অতিথির বক্তবে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান বলেন, আমার প্রিয় জন্মভুমি দিরাই হলো আওয়ামীলীগের ঘাটি , আওয়ামীলীগের জন্মলগ্নইে আমরা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দিরাই শাল্লায় আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলেছি, যারা আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ করেছেন আজ অনেকেই সুবিধাবাদীদের কারণে নিজেদের কে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন,আমাদের বাদ দিয়ে দিরাই শল্লায় আওয়ামীলীগ কল্পনাই করা যায়না ,বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামীলীগে সুবিধা বাদীদের স্থান হবেনা।
বুধবার বিকেলে উপজেলার জগদল ইউনিয়ন যুবলীগ কর্তৃক সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে সংবর্ধনা দেয়া হয়। ইউনিয়ন যবলীগ সভাপতি সালাহ উদ্দিন সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হোসেন টিপুর পরিচালনায় সংবর্ধিত অতিথি নুরুল হুদা মুকুট আরো বলেন, যে ইউনিয়নে জেলা পরিষদ নির্বাচন কালীন সময়ে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল আজ আমি সেখানে সংবর্ধনা পাচ্ছি, দিরাইয়ে কে নিজের বাড়ি উল্লেখ করে তিনি বলেন ,এই উপজেলায় আমার পুৃর্বপুরুষরা যুগ যুগ ধরে বসবাস করছেন, আমার এলাকার উন্নয়নে যারা আমাকে বাধা দিতে চান তারা দেশের ও আওয়ামীলীগের শত্রু, যতদিন বেচে থাকবো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাব। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম , শল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনি মোহন দাস, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের সদস্য হুমায়ুণ রশিদ লাভলু। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, পারভেজ রহমান প্রমুখ।