বঙ্গবন্ধু অমর চিরঞ্জীব: এমপি মানিক
জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বঙ্গবন্ধু অমর চিরঞ্জীব। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি। যতদিন এ দেশ ও জনগণ থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। বন্যা ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাজানাতে নেতাকর্মীদের ঢল দেখে এমপি মানিক বলেন আজকে ছাতক বাজারে যে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে এই ধারাকে অব্যাহত রাখলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান পাতা আর পান পাতা মার্কা খন্দকার মোশতাকের অনুসারীরা বঙ্গবন্ধুর নৌকার বিজয়কে ব্যাহত করতে পারবেনা।
মঙ্গলবার বিকালে ছাতক উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ছানাউর রহমান ছানা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ও সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মো. ছানাওর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আইয়ুব করম আলী, প্রতিষ্ঠাকালীন ছাতক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামীলীগ নেতা চান মিয়া, সামছুজ্জামান রাজা, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যন আফজাল আবেদীন আবুল, পল্লীবিদ্যুৎ সুনামগঞ্জ জেলার সচিব পীর মোহাম্মদ আলী মিলন, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল‚ গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়ন সভাপতি মখলিছুর রহমান, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন সভাপতি ফিরোজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্থা মিয়া, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান, ভাতগাঁও ইউনিয়ন সভাপতি দবির আহমদ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত‚ সহসভাপতি ফয়জুল বারী, সিংচাপইড় ইউনিয়ন সভাপতি ফারুক আহমদ, জাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুছ, ছাতক ইউনিয়নের সভাপতি মাফিজ আলী, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি ফজর উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, হাজী আব্দুল কবির, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, চরমহল্লা ইউনিয়ন সভাপতি মতিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ,সুনামগঞ্জ জেলা সহসভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর রাজা‚ হারুন মিয়া‚ যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন‚ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন‚ আবিদুর রহমান আঙ্গুর ‚ রাফি আহমদ রিংকু‚ শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন‚ সহ-সম্পাদক নুরুজ্জামান মনি ‚ মামুন আহমদ‚ উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুহিবুর রহমান টুনু, ইঞ্জি পরিমল দেবনাথ, আবু সামা মো. রাসেল, রাসেল আহমদ, সাকের রহমান বাবুল, অলক সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলীম, সমুজ আলী, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক, মো. মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, মো. সানোয়ার রহমান, এনামুল হক, মো. রাসেল হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক শফিক মিয়া, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান মুহিব, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সবুজ আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক এম এইচ মিজান। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মোঃ মওদুদ আহমদ‚ কাওসার আল মামুন‚ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার. ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ডালিম ‚ শিপলু আহমদ‚ লুতফুর রহমান লিটন‚ দ্বিনুল ইসলাম শ্যামল গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাতত্রলীগ সভাপতি তজম্মুল হক রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন শ্রমিকলীগ নেতা খসরুল হক চৌধুরী, আব্দুল কুদ্দুছ প্রমুখ।
এর আগে সকালে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। পরে প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি মুহিবুর রহমান মানিক।