‘বন্যায় ক্ষতিগ্রস্তরা সব ধরনের সহায়তা পাবে’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে যথাযথ সহায়তা প্রদান করা হবে। এ ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, আপনারা যা চাইবেন তা পাবেন। বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পরবর্তী বোরো ফসল কাটার আগ মুহূর্ত পর্যন্ত ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেট বিভাগসহ আরো দু’একটি জেলা বন্যায় আক্রান্ত হয়ে ফসলহানি হয়েছে। সারা দেশে আশাতীত ফসল উৎপাদন হয়েছে। এতে সরকারের পক্ষে এ দুর্যোগ কাটিয়ে উঠা কোনো ব্যাপারই না। আপনারা সরকারের ওপর ভরসা রাখুন এই সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে মরবে না।
মন্ত্রীকে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি অবগত করে ক্ষতিগ্রস্তদের সরকারী সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে বক্তৃতা করেন, সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ্ কামাল আহমদ, উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান ও ইউএনও প্রদীপ সিংহ, ওসমানীনগরের ইউএনও মনিরুজ্জামান।