বাংলাদেশকে ৩১৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগিতক শ্রীলঙ্কা। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। কুসাল পেরেরার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে দিমুথ করুণারত্নের দল। দলীয় ১০ রানে শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন শফিউল ইসলাম। কিন্তু দ্বিতীয় উইকেটে কুসাল পেরেরাকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন করুণারত্নে । তবে ব্যক্তিগত ৩৬ রানে মিরাজকে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক। দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কুসাল মেন্ডিসের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন পেরেরা। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১১১ রানে সৌম্যর বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন পেরেরা। ৯৯ বলের ইনিংসটিতে ছিল ১৭ চার ও এক ছক্কার মার। এরপর কুসাল মেন্ডিসকে (৪৩) ফেরান রুবেল।লাহিরু থিরিমান্নে-অ্যাঞ্জেলো ম্যাথিউ মিলে দলীয় সংগ্রহটা নিয়ে যান ২৭৫ পর্যন্ত। থিরিমান্নেকে (২৫) সৌম্যর ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ম্যাথিউসের ৪৮ ও ধনঞ্জয়া ডি সিলভার ১২ বলে ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ৬২ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার শফিউল।