বাকবিশিস’র উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের মাতার মৃত্যুতে শোক
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস),সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের মাতা ৯৩ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমন করেন। জেলার মধ্যনগর থানাস্থ মজলিশপুর গ্রামের মৃত গোবর্ধ্বন তালুকদারের স্ত্রী সুরবালা তালুকদার আজ শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ০৩ পুত্র ও ০১ কন্যা,নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস),সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, প্রভাষক আব্দুল বাতেন, প্রভাষক বাহাউদ্দিন, সাধারন সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সহ-সাধারন সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকার, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. নাজমুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মোঃ মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রেশমা আক্তার, সদস্য প্রভাষক নূর হোসেন, প্রভাষক মোঃ আলমগীর হোসেন, প্রভাষক পঙ্কজ কুমার সরকার, প্রভাষক মোঃ আশিকুর রহমান, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক সৃজন পুরকায়স্থ ও ক্রীড়া শিক্ষক মোঃ লুৎফুর রহমান গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, তাহার জ্যৈষ্ঠপুত্র চিত্তরঞ্জন তালুকদার সুনামগঞ্জ পৌর কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পুত্রবধু নিলীমা চন্দ সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।