বিএনপির রাজনীতি ফেসবুক-বিবৃতিতে আটকে আছে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির রাজনীতি বর্তমানে ফেসবুক ও বিবৃতির মধ্যে আটকে আছে। তিনি বলেন, বিএনপি তার ২০০১-২০০৬ সালের শাসনামলের অতিরিক্ত কুশাসন, অন্যায় ও অবিচারের ফল ভোগ করছে। এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে এখন বড় ফ্যাক্টর। জান-মাল রক্ষায় ও আইন-শৃংখলা পরিস্থিতির দিনকে দিন অবনতিতে জনগণ জাতীয় পার্টিকে বর্তমানে ক্ষমতায় দেখতে চায়। খুলনা সিটি করপোরেশনের আগামী নির্বাচনে দলের মেয়র প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থনে আয়োজিত দলের-নেতা কর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। এর আগে এরশাদ কেক কেটে আগামী সিটি করেপোরেশন নির্বাচনে জাপার মেয়র প্রার্থী মুশফিকুর রহমানের প্রচারণার উদ্বোধন করেন। সাবেক মন্ত্রী ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল সুভ রায়, জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু ও কেন্দ্রীয় নেতা মোল্লা মজিবর রহমান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন খুলনা সিটি নির্বাচনের জাপা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ খায়রুল ইসলাম ও সভা পরিচালনা করেন সদস্য-সচিব তাইমুর হোসেন শাহিন।
পরে খুলনার সাবেক ছাত্র নেতৃবৃন্দ তথা ছাত্র ইউনিয়ন ও ১৫ জন আইনজীবী এরশাদের হাতে পুষ্পমাল্য দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানকৃত নেতৃবৃন্দ হলেন, এডভোকেট হাফিজুর রহমান শান্তা, মাসুম বিল্লাহ, কাজল শেখ ও এমদাদুল হক প্রমুখ।