বিদ্যুৎ এ অঞ্চলের জন্য শেখ হাসিনার উপহার: এমপি মানিক
সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিদ্যুৎ এ অঞ্চলের জন্য শেখ হাসিনার দেয়া উপহার। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে সারাদেশকে আলোকিত করছেন। ২০১৮ সালের মধ্যে ছাতক শতভাগ বিদ্যুৎতায়িত হবে উল্লেখ করে এমপি আরো বলেন, আজকে আপনাদের যে বিদ্যুৎ উদ্বোধন করছি, সেটা আমাদের স্বাধীনতার সুফল তাই স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে থেকে আপনাদের দেশ উন্নয়নে এক সাথে কাজ করতে হবে। তাই স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে থেকে আপনাদের দেশ উন্নয়নে এক সাথে কাজ করতে হবে।
রবিবার বিকালে ব্রাম্মণ জুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ব্রাম্মণ জুলিয়া‚ শেখ পাড়া‚ বাসনাকান্দি ও গোপালপুর গ্রামের বিদুৎতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী সিকন্দর আলীর সভাপতিত্বে ও মাস্টার ছমরু মিয়ার পরিচালনায় উদ্ভোধন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে হাফিজ ইউসুফ আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মানেন্দ্র লাল মুস্তাফি‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম সোহেল পারভেজ‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম একে এম জাহিদুল ইসলাম‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন‚ ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন ‚ সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হুসেন‚ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অতুল দেব‚ সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরণ‚ বাসনাকান্দি গ্রামের পক্ষে আছলাম আলী‚ শিক্ষক ফখরুদ্দীন ‚ বিপ্রেস দাশ‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ‚ ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন রাজ‚ ছাত্রলীগ নেতা টিএম রায়হান আহমদ‚ সায়েস্তা তালুকদার রবি‚আজহার উদ্দিন‚ মাহবুব আলম‚ আবদাল হুসেন‚ লায়েক আহমদ‚ নাসিম আহমদ প্রমুখ।
সভার শেষে এখলাছুর রহমান ফয়েজের নেতৃত্বে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী সাংসদ মুহিবুর রহমান মানিকের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগাযোগ করেন। যোগদানকারীদের উদ্দেশ্যে এমপি মানিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান।