চাকরি জাতীয়করণ, বৈশাখী ভাতা চালু, পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিভিন্ন স্থানে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কিশোরগঞ্জ: বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষক-কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করে। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি আ. ছামাদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক আফাজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।

নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আয়েশা খানম,  জেলা শিক্ষক সমিতির সভাপতি লুত্ফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজাহারুর হক তুহিন, সদর উপজেলার সভাপতি আফজাল হোসেন খান, শিক্ষক নেতা মতিয়র রহমান প্রমুখ।

নরসিংদী: বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ধর্মঘট ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুলুর সভাপতিত্বে ও তপন কুমার আচর্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, শিক্ষক নেতা সামসুল আলম, আলতাফ হোসেন নাজির, ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn