বিশ্বকাপ ক্রিকেট যে ৮ দল খেলবে
গত রাতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেটে পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে নিজ দলের সরাসরি খেলা নিশ্চিত হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন শ্রীলংকান অধিনায়ক উপুল থারাঙ্গা। লংকান দলের সরাসরি বিশ্বকাপ খেলার রেকর্ড অব্যাত থাকল। আগামী ৩০ সেপ্টেম্বর সময় সীমার মধ্যে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে ৮৬ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের অস্টম স্থানে রয়েছে শ্রীলংকা। আর ৭৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডজ। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ জিতলেও আর সরাসির বিশ্বকাপ খেলতে পারছে না ক্যারিবয়রা। পক্ষান্তরে লংকানদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এবং ২০০৭ ও ২০১১ ফাইনালিস্ট শ্রীলংকা আট নম্বর দল হিসেবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন সরাসরি বিশ্বকাপ খেলবে।