বিশ্বম্ভরপুরঃ পাচার কালে জনতার হাতে ৫১ বস্তা সরকারি সার আটক
বিশ্বম্ভরপুরে সরকারিভাবে কৃষকদের মাঝে বিতরণযোগ্য সার কালো বাজারে পাচারের সময় ৫০ বস্তা সার আটক করেছে জনতা। বুধবার বিকালে উপজেলার মিয়ারচর বাজারে এই সার আটকের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ওই সারগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এই সার পাচারের সাথে কারা জড়িত তা এখনও উদঘাটিত হয় নি। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কালো বাজারে পাচারের উদ্দেশ্যে ট্রলার দিয়ে নদী পথে ওই ৫০ বস্তা সরকারি সার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর বাজারের ঘাটে নামানো হয়। পরে বাজারঘাট থেকে ট্রলি দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় সারগুলো স্থানীয়দের নজরে পড়ে। এত বস্তা সরকারি সার কে আনল, কোথা থেকে আনা হল; এই তথ্য জানতে চাইলে সার পাচারকারীরা কোন জবাব না দিয়ে সরে পড়ে। বাজারের লোকজন তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানার ওসিকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে সন্ধ্যায় ওই সারগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। সরকারি সার জব্দের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দিয়ে ৫০ বস্তা সার উদ্ধার করেছে। যেহেতু ওই সারগুলো সরকারি, তাই এখন পুলিশ হেফাজতে থাকবে এবং কারা এর সাথে জড়িত তা খোঁজে বের করার জন্য পুলিশকে অনুরোধ করা হবে।’