বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না দেবর-ভাবির
নারায়নগঞ্জ থেকে গাজীপুরের আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলোনা দেবর-ভাবির। এর আগেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। গাজীপুরের পূবাইলের নারায়নকুল এলাকায় ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জের ভোলাবহ গ্রামের মালতি রবি দাস (৪০) ও তার দেবর সুভাষ রবি দাস (৪১)। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে সিএসনজি অটো রিকশাযোগে স্ত্রী রীনা দাস, ভাবী মালতি দাসসহ পরিবার পরিজন নিয়ে গাজীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সুভাষ রবি দাস। রোববার সকাল সাড়ে ৮টায় সিএনজি অটোরিকশাটি গাজীপুর সিটির নারায়নকুল এলাকার নাগদা ব্রিজ এলাকায় পৌঁঁছলে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ভাবী মালতি রবি দাস এবং দেবর সুভাষ রবি দাস নিহত হন। আহত রীনা দাস, সন্তোষ, সুশান্ত এবং আড়াই বছরের শিশু সুবর্ণাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।