বৃষ্টির কারণে সড়কের দুর্গতিতে যাতে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল করে রাস্তায় খানা-খন্দ মেরামত ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।কোরবানির ঈদ সামনে রেখে শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকার যানজট পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “বর্ষাকলে বৃষ্টিতো হবেই। বৃষ্টিকে ভিলেন বানিয়ে, অজুহাত সৃষ্টি করে রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী থাকবে- এটা হয় না। বৃষ্টিরও ট্রিটমেন্ট আছে। যখন বৃষ্টি চলে, তখনও রাস্তার ট্রিটমেন্ট থাকতে হবে। চিকিৎসা আছে… যখন যেই রোগ, সেই রোগের চিকিৎসা করতে হবে।”বৃষ্টি-বাদলের মধ্যেও সড়ক যেন ব্যবহার উপযোগী থাকে, সেজন্য প্রকৌশলী, ঠিকাদারদের পাশাপাশি হাইওয়ে পুলিশকেও মাঠে থাকার নির্দেশ দেওয়ার কথা বলেন কাদের।“আমাদের সড়ক আমরা সচল রাখব, যানবহন চলাচলের উপযোগী রাখব- এটাই আমাদের সিদ্ধান্ত। এখানে হাইওয়ে পুলিশ, পুলিশ, মালিক-শ্রমিক সবার সাথে আমাদের কথা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সর্বত্রই আমরা যোগাযোগ করেছি।”দেশের মানুষ গত রোজার ঈদে নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা করছেন।কোরবানির মওসুমে ঈদযাত্রার পথে পশুবাহী যানবাহনকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন কাদের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn