বেতন বাড়লো নারী ক্রিকেটারদের
বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সম্প্রতি আন্দোলনে বেতন-ভাতার বৃদ্ধির যে দাবি উঠেছিল তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার (২৭ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে যাদের স্যালারি ছিল ১৫ হাজার, তাদের স্যালারি ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি। এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আমরা ১৬/১৭ জনকে স্যালারি দিচ্ছি। তিনি আরও বলেন, আমি সব সময় বলি, কোনো কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স কিন্তু তুলনামূলকভাবে ভালোই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে। কিছু উত্থান-পতন থাকবেই।