ব্রায়ান ঝড়ে বৃটেনে জীবনযাত্রা বিঘ্নিত
ব্রায়ান নামের ঝড়ের কবলে বৃটেনের জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বয়ে যাচ্ছে ঘন্টায় ৭০ মাইল বেগে বাতাস। সমুদ্র ও নদীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ ঢেউ। ফলে সব রকম চলাচলে সৃষ্টি হয়েছে বিশৃংখলা। বৃটিশ এয়ারওয়েজ তাদের ১০টি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইট লন্ডনের হিত্রো বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন করার কথা ছিল। বৃটানি ফেরিস তাদের আটটি ফেরি চলাচল বন্ধ করেছে। এগুলো প্লাইমাউথ ও পোর্টসমাউথের মধ্যে চলাচলের কথা ছিল। বন্ধ রয়েছে বিভিন্ন রুটে বেশ কিছু ট্রেন। রোববার ওয়েলস ও ইংল্যান্ডের সাউথ ওয়েলস উপকূলের ওপর দিকে তীব্র শক্তি সম্পন্ন এই ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাষ দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। উদ্ভূত পরিস্থিতিতে বিড়ম্বনায় পড়েছেন অনেক মানুষ। জেমস নাইস্মিথ টুইটারে লিখেছেন, বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করায় এখন বিলম্বিত ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। শনিবার সকালটাই চমৎকারভাবে নষ্ট হলো।