ব্রিটেনে ইমিগ্রেশন কর্মকর্তাদের অভিযান : ১১জন আটক
ব্রিটেনে ইমিগ্রেশন কর্মকর্তাদের রাতব্যাপী সাড়াশী অভিযানে ১১জনকে আটকরা হয়েছে। তাদের এই অভিযান ছিল ইউরোপ ব্যাপী চোরাচালানী চক্রের বিরুদ্ধে এবং বিভিন্ন মামলার তদন্তের অংশ হিসেবে। আটককৃতদের লন্ডন, বার্মিংহাম, গেটসহেডে রাখা হয়েছে। পুলিশ বলছে, এই অপরাধী চক্র একটি সংগঠিত গোষ্ঠী তারা ব্রিটেনে যানবাহন ব্যবহার করে গোপনে অপরাধ করে থাকে। ব্রিটেনের পাশাপাশি একই রাতে বুলগেরিয়ায় অভিযানে আটক হয় ১৫জন এবং বেলজিয়ামেও অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে চোরাচালানকারীরা মূলত আফগানিস্তান, পাকিস্তান ও ভিয়েতনামের অভিবাসী। এই চক্র ভ্যান ও এবং ট্রাক সংগ্রহ করে ইউরোপ ও ব্রিটেনে অপরাধ সংগঠিত করে। পুলিশ জানিয়েছে অভিযানে ৭জনকে লন্ডন থেকে, ২জনকে বার্মিংহাম থেকে ২জনকে গেটসহেড থেকে আটক করা হয়। এর মধ্যে লন্ডন ও গেটসহেড এর একজন করে অবৈধ ইমিগ্রেন্ট রয়েছেন। অন্যদিকে বুলগেরিয়ায় ৭জনকে ডিটেইন এবং বেলজিয়ামে ৮জন অবৈধ ইমিগ্রেন্টকে আটক করা হয়েছে। ডায়রেক্টর অফ দ্যা ক্রিমিনাল এন্ড ফাইন্যান্সিয়াল তদন্ত কর্মকর্তা স্টিভ ডেনন জানিয়েছেন এটি ইমিগ্রেশন কন্ট্রলের নিয়মমাফিক অভিযান।