‘ব্লু হোয়েল’ খেলা ২ জন শনাক্ত, তদন্তে গোয়েন্দারা
‘তাদের মাধ্যমে যাতে কেউ নিজের শরীরে ক্ষতি করতে না পারে সেজন্য আমরা আইডি বন্ধের জন্য বলি। অন্যথায় তাদের আইডি অ্যাড্রেস ট্র্যাকিং করে আইনের আওতায় আনার হুমকি দেই। তাদের মধ্যে একটি আইডি বন্ধ হয়েছে আরেকটি এখনও খোলা রয়েছে’- যোগ করেন তিনি। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এ গেমটি নিয়ে সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে। অনলাইনে ব্লু হোয়েল গেম খেলা বা এ গেমের লিঙ্ক দেয়া-নেয়া বা সে চেষ্টা দণ্ডনীয় অপরাধ বলে পোর্টালে উল্লেখ করা হয়েছে। যারা এগুলোর যেকোনো একটি করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টে উল্লেখ করা হয়, পুলিশের হেফাজতে থাকা দশম শ্রেণির এক ছাত্র জানিয়েছে, বন্ধুর মাধ্যমে আগ্রহের বশেই ‘ব্লু হোয়েল’ গেমটি ডাউনলোড করি। কিন্তু মাঝ পর্যায়ে যখনই খেলা বন্ধ করে দিতে চাইতাম, তখনই তার বাবাকে হত্যার হুমকি দিত। এমনকি মাঝে একবার তার বাবার ওপর আক্রমণও করেছিল অজ্ঞাতরা। গত ৫ অক্টোবর সকালে রাজধানীর সেন্ট্রাল রোডের নিজ বাসার পড়ার রুম থেকে স্কুলছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণা’র আত্মহত্যা করা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে ব্লু হোয়েলের নির্দেশনায় সে আত্মহত্যা করেছে কি না- সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। মেয়েটার শরীরে ব্লু হোয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে অনেকেই বলছেন, ওই শিক্ষার্থী ব্লু হোয়েল গেমের নির্দেশনা অনুযায়ী আত্মহত্যা করেছে। ওই ঘটনায় নিউমার্কেট থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করেনি স্বর্ণার পরিবার।
স্কুলছাত্রী স্বর্ণার মৃত্যুর রহস্য খুঁজতে এবার ছায়া তদন্ত করবে সাইবার ক্রাইম ইউনিট। এডিসি নাজমুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, মেয়েটির পরিবার এখনও অপমৃত্যুর মামলা করেনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তার ডেস্কটপ ও মোবাইল ডিভাইস এনে পরীক্ষা করব।‘মিশন কমপ্লিট হওয়ার পর ব্লু হোয়েল গেমটি স্বয়ংক্রিয়ভাবে আনইন্সটল বা মুছে যায়। তবে মেয়েটি যদি ব্লু হোয়েল খেলে থাকে তাহলে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে’- যোগ করেন তিনি। ঘাতক এ গেমের ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৮০ জন আত্মহত্যা করেছেন। গেমটির আসল অ্যাডমিনকে আটক করা হলেও বিভিন্ন দেশে এর অ্যাডমিন থাকায় তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। ফলে গেমের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। পার্শ্ববর্তী দেশ ভারতেই একটি আত্মহত্যার ঘটনায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভারতীয় প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে গড়া বেঞ্চ ওই মামলা পরিচালনা করছেন। আইনজীবী সি আর জয় সুকিন আরজি জানান, অনলাইনে যেন এ গেম পাওয়া না যায় এবং এ গেম খেলার ওপর সরকার যেন নিষেধাজ্ঞা আরোপ করে। ‘এটি এমন কিছু ডেয়ার বা চ্যালেঞ্জ উপস্থাপন করে, যা পরে খেলোয়াড়কে আত্মহত্যার প্রবণতার দিকে নিয়ে যায়’- বলেন সি আর জয় সুকিন আরজি।